দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হত্যার প্রতিবাদে রংপুর মহানগরীতে কালো পতাকা নিয়ে বিএনপির শোক র্যালি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
কর্মসূচি অনুযায়ী শোক র্যালি নিয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার কথা থাকলেও পুলিশি কঠোর নিরাপত্তা বেষ্টনির কারণে তা ভেঙ্গে যায়। দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে পরে প্রতিবাদ সভা করেন দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১টার দিকে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে কালো পতাকা নিয়ে একটি শোক র্যালি বের করা হয়।
র্যালিটি কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে আসার চেষ্টা করলে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা বাধে। পরে দলীয় কার্যালয়ের প্রবেশ ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সভায় অংশ নেন নেতাকর্মীরা।
এসময় তারা অভিযোগ করে বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও বাধা দিচ্ছে। দিন যত যাচ্ছে বিরোধী দলের ওপর বাধা ততোই বাড়ছে। এভাবে দেশ বেশিদিন চলতে পারে না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
যেকোনো সময় বিস্ফোরণ ঘটবে। তখন জনতার স্রোতে সব বাধা ভেসে যাবে। দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
এই কর্মসূচি ঘিরে বিএনপির দলীয় কার্যালয়ের আশপাশে পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
+ There are no comments
Add yours