তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
গত রোববার (২ অক্টোবর) পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পর দিন দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী।
বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে ঢাকার ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চে (আইইডিসিআর) মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়।
এরপর মঙ্গলবারের (৪ অক্টোবর) রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
প্রতি সপ্তাহেই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার নিজ নির্বাচনী এলাকা সফর করেন ড. হাছান মাহমুদ। হাছান মাহমুদ এর আগে দুবার করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথমবার ঢাকার বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। পরেরবার করোনা আক্রান্ত হওয়ার পর বাসাতেই ছিলেন। এবার মিন্টো রোডের সরকারি বাসভবনে রয়েছেন তিনি।
+ There are no comments
Add yours