যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় সিএনএনের কাছে ৪৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।
সোমবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেন ট্রাম্প।
অভিযোগে ট্রাম্প বলেন, ২০২৪ সালে তিনি ফের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন বিধায় সিএনএন তার বিরুদ্ধে ‘মিথ্যা, মানহানিকর ও অপবাদমূলক’ প্রচারণা চালিয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বিশ্বস্ত সংবাদ সূত্র হিসেবে নিজেদের যে প্রভাব রয়েছে, সেটাকে ব্যবহার করতে চেয়েছে সিএনএন।
এ মামলার বাদীকে তারা রাজনৈতিকভাবে পরাজিত করতে তার সম্পর্কে দর্শক ও পাঠকদের মধ্যে অপবাদ রটিয়ে দিতে চেয়েছে।
সিএনএন মামলার বাদীর বিরুদ্ধে একের পর এক মানহানিকর ও মিথ্যা প্রচারণা চালিয়েছে। ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘বিদ্রোহী’ ও ‘হিটলার’ তকমা দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সিএনএন ও নিউইয়র্ক টাইমসসহ আরও সংবাদমাধ্যমের সঙ্গে প্রায়ই দ্বন্দ্বে জড়িয়েছেন ট্রাম্প এবং সেই তিক্ততার চিত্র প্রকাশ্যেও এসেছে। ট্রাম্প এসব প্রতিষ্ঠানের খবরকে ‘ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন।
+ There are no comments
Add yours