
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আসন্ন দূর্গাপূজাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা অপরাজিতা কনফারেন্স রুমে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আছিয়া খাতুনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী , বোয়ালখালী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল করিম,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামীলীগ সহ সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, মুক্তিযোদ্বা সাবেক কমান্ডার হারুন মিয়া, চেয়ারম্যান যথাক্রমে মোঃ বেলাল হোসেন, মোঃ মোকারম, এস এম জসিম, আবদুল মন্নান মোনাফ, কাজল দে, শফিউল আযম শেফু, শামসুল আলম, পল্লী বিদুৎ বোয়ালখালী উপজেলা ডিজিএম রফিকুল আযাদ, বোয়ালাখালী জাসদের সভাপতি মনির খান, বোয়ালখালী উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি স, ম, রবিউল হোসাইন, প্যানেল মেয়র জোবায়দা বেগম, শিক্ষক জয়নাল আবেদিন নাজিম।
সভায় বক্তারা বোয়ালখালীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা স্বাস্থ্য বিধি মেনে উদযাপন করার আহবান জানান।
+ There are no comments
Add yours