সময়মতো তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবে বিএনপি

Estimated read time 1 min read
Ad1

বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনীর আলোকেই বিএনপি সময়মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা জানাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সকাল ১০টায় বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। লেবার পার্টির চেয়ারম্যান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আপনারা সময়মতো জানবেন। আমাদের রূপরেখায় থাকবে সংবিধানের ৫৮ অনুচ্ছেদের (খ), (গ).. যা ত্রয়োদশ সংশোধনীতে ছিল। তারই আলোকে এ রূপরেখা হবে।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে ১৯৯৬ সালের ২৭ মার্চ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে এয়োদশ সংশোধনী পাস করে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে।

মির্জা ফখরুল বলেন, আমরা আজ বাংলাদেশ লেবার পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির যুগপৎ আন্দোলনের দাবিনামা নিয়ে আলোচনা করেছি।

অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সংসদ বাতিল, নতুন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি-  এসব দাবির বিষয়ে আমরা একমত হয়েছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours