ভারতের গুজরাটে ঐতিহ্যবাহী গরবা নাচে বাধা দেওয়ার অভিযোগে কয়েকজন মুসলিমকে খুঁটিতে আটকে মারধর করা হয়েছে।
গুজরাটের খেদা জেলার উধেলা গ্রামে পুলিশের হাতে মুসলিমদের মারধরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এই ঘটনাকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।
খেদা জেলায় মুসলিমদের লাঠি দিয়ে মারধর করেছে সেখানকার স্থানীয় সাদা পোশাকধারী পুলিশ সদস্য। নবরাত্রির অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগে তাদের মারধর করা হয়েছে।
এদিকে, গুজরাটের এই ঘটনাকে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে মুসলিম পুরুষদেরকে পুলিশের বেত্রাঘাতের ঘটনার মাধ্যমে ‘আইনের প্রতি সম্পূর্ণ অসম্মান’ প্রদর্শন করা হয়েছে।
এক টুইট বার্তায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ‘আমরা গুজরাট পুলিশকে মনে করিয়ে দিতে চাই, শাস্তি দেওয়া কখনো আইন প্রয়োগকারী সংস্থার কাজ হতে পারে না; তা যতই কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হোক না কেন। গুজরাট পুলিশ এই ক্ষেত্রে স্পষ্টভাবে বৈধতা, প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং জবাবদিহির নীতিকে উপেক্ষা করেছে।’
+ There are no comments
Add yours