শুক্রবার (৭ অক্টোবর) সকালে বরিশাল বিমান বন্দরে বিমানে করে ঢাকায় ইলিশ নেওয়ার সময়ে দুই যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত মাছ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর ও মানস। তারা দুজনেই বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা বিষয়টি খবর বাংলাকে নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সময়ে ইলিশ পরিবহনের দায়ে বিমানের দুই যাত্রীকে মৎসসম্পদ রক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক মামলায় পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও তাদের সঙ্গে থাকা চার কেজি মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, যাত্রীদের লাগেজ স্ক্যান করার সময়ে দুই যাত্রীর ব্যাগে ইলিশ পাওয়া যায়। আমরা তাদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করি। তারাই মূলত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করছে সরকার। এই সময়ে ইলিশ ধরা, বহন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
+ There are no comments
Add yours