
কুড়িগ্রামের উলিপুরে বিএনপির ৪২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। ইউনিয়ন কমিটির পুনর্গঠনে উপজেলা কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে এই পদত্যাগ।
ইউনিয়ন কমিটির সভাপতি শাজাহান আলী বলেন, এ ঘটনায় ইউনিয়ন নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। কর্মীরা অভিমান করে পদত্যাগ করেছে। এ সমস্যা দ্রুত সমাধান হবে।
বিএনপির দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাজাহান আলী, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী শাহফকির, সহ-সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার ও সংগঠনিক সম্পাদক আবু শাকেরসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির এই ৪২ নেতাকর্মী সম্প্রতি একযোগে পদত্যাগ করেন।
বিএনপি উলিপুর উপজেলা শাখার তত্ত্বাবধানে ২০২০ সালের ৭ জানুয়ারি কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলদলিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাজাহান আলী ও সাধারণ সম্পাদক গোলাম হোসেন নির্বাচিত হন।
গত ১৫ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল স্বাক্ষরিত এক চিঠিতে দলদলিয়া ইউনিয়ন কমিটি থেকে সাধারণ সম্পাদক গোলাম হোসেনকে বাদ দিয়ে সোলায়মান বখসীকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করে ইউনিয়ন নেতৃবৃন্দ বরাবর চিঠি পাঠানো হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours