
কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী।
শনিবার (০৭ অক্টোবর) জেলার পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তারা যোগদান করেন।
নাগেশ্বরী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমানের সভাপিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এ সময় নারায়াণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফরিদুল ইসলাম জোদ্দার, রফিকুল ইসলাম মাস্টার ও ডা. মহসিন আলীর নেতৃত্বে পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী মোস্তাফিজুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এ সময় জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, জাতীয় পার্টি আরও সুসংগঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours