শরীয়তপুরের জাজিরার মা ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেলের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ সময় আত্মরক্ষার্থে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ১০ জেলেকে আটক করা হয়।
শনিবার (৮ অক্টোবর) বিকেল থেকে জাজিরার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় ভ্রামমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে। রাতে হামলার ঘটনা ঘটে।
অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসেন ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. জহিরুল হক ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
অন্যদিকে অভিযানের মাছ ধরার কাজে ব্যবহৃত দুটি ট্রলার জব্দ ও দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জানা যায়, রাতে উপজেলার পাইনপাড়া মাঝিরচর এলাকার হাই ভোল্টেজ বিদ্যুতের পিলার সংলগ্ন চরে বেশ কিছু জেলে সংঘবদ্ধভাবে প্রশাসনের ওপর হামলা করে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় জেলেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র টেঁটা ছোড়েন। অবস্থা বেগতিক দেখে পদ্মা সেতু দক্ষিণ থানা থেকে অতিরিক্ত ফোর্স আনা হয় অভিযানের জন্য। এ সময় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।
সেখান থেকে ১০ জনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে দুই মাস ও ৯ জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস ও আটককৃত ট্রলারগুলো বাজেয়াপ্ত করা হয়।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল হক বলেন, অভিযান পরিচালনার সময় এক দল জেলে হামলা চালায়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। আজ তাদের কারাগারে পাঠানো হবে।
+ There are no comments
Add yours