দেশের কোনো জায়গায় যদি অসামাজিক কার্যকলাপ হয়, অবৈধভাবে মদ বিক্রি হয় অথবা ডিজে পার্টির নামে অসামাজিক কার্যকলাপ হয়, সেখানে পুলিশ অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে নকল মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।
মাদকের বিরুদ্ধে অভিযান চালানো সকলেরই নৈতিক দায়িত্ব। পুলিশ বা অন্যান্য সংস্থা, আমরা সবাই নিয়মিত অভিযান চালাই। আইনগত প্রক্রিয়া মেনেই আমরা কাজটি করে থাকি।
সম্প্রতি রাজধানীর উত্তরার বারে ডিবির অভিযান নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বরাত দিয়ে বলা হয়, উত্তরার বারটি বৈধ এবং সেখানে ডিবির অভিযান ছিল এখতিয়ার বহির্ভূত। অভিযানের সময় সেখানে ডিএনসির এক কর্মকর্তাকে আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
ডিবি প্রধান আরও বলেন, আমরা যারা আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত, আমরা যখন লক্ষ্য করি, ঢাকায় কোথাও কোনো অসামাজিক কার্যকলাপ হয়, অবৈধ মদ বিক্রি হয় অর্থাৎ অবৈধ কোনো কাজ হয়, সেখানে পুলিশ যেকোনো সময় অভিযান চালাতে পারে। এ কাজটা আমরা সব সময় করে আসছি। এটা আমাদের দায়িত্ব।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সব জায়গার তথ্য আমাদের কাছে নেই। আপনারাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন। পাশে থাকবেন, ভালো কাজকে উৎসাহিত করবেন। তাহলে সমাজের দুষ্ট লোকগুলো চার-পাঁচটি বারের লাইসেন্স নিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবৈধ মদ বিক্রি করার সাহস পাবে না।
+ There are no comments
Add yours