সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপি-জাগপা-মুসলিম লীগ

Estimated read time 1 min read
Ad1

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুকে অগ্রাধিকার দিয়ে যুগপৎ আন্দোলন করতে চাই বিএনপি। এবার তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশ ও মুসলিম লীগ।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে দুই দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এই অবৈধ-অনির্বাচিত সরকারের অপসারণের জন্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে যে যুগপৎ আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি, তার অংশ হিসেবে আজকে প্রথমে জাগপার সঙ্গে বসেছি। পরে মুসলিম লীগের সঙ্গে কথা বলছি।

এই অনৈতিক শাসনের অবসান ঘটিয়ে, সংসদ বিলুপ্ত করে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। একইসঙ্গে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের দাবি আমরা নিয়ে এসেছি। এই দাবিতে উভয় দল আমাদের সঙ্গে একমত হয়েছে।

আলোচনার মূল বিষয় ছিল আন্দোলনের দাবিগুলো নির্ধারণ করা। এর মধ্যে রয়েছে- গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তি, রাজনৈতিক কারণে যারা বন্দি আছেন তাদের মুক্তি, রাজনৈতিক কারণে প্রায় ৩৫ লাখ মানুষের মামলা আছে তা প্রত্যাহার করে, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক অথবা দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তত্ত্বাবধায়ক সরকার গঠন, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন ইত্যাদি।

গণআন্দোলনের এসব দাবি নিয়ে সামনে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে ঐক্যবদ্ধ যুগপৎ আন্দোলন শুরু করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours