গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ২ শতাংশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৮টি ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ২১ জন নগরের বাসিন্দা।
বাকি ১০ জনের মধ্যে আনোয়ারা ও চন্দনাইশে একজন করে, ৭ জন হাটহাজারী ও ১ জন মিরসরাই উপজেলার বাসিন্দা।
সোমবার (১০ অক্টোবর) চট্টগ্রামে ৪৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ২২০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
+ There are no comments
Add yours