বাংলাদেশে আন্তর্জাতিক মানের নার্সিং ও মিডওয়াইফার প্রোগ্রাম চালুর লক্ষ্যে সোমবার (১০ অক্টোবর) টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছে যুক্তরাজ্যের স্যালফোর্ড ও বোল্টন ইউনিভার্সিটির প্রতিনিধিদল।
এ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল।
বাংলাদেশে বেসরকারি পর্যায়ে বিভিন্ন নার্সিং প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়ায় ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সাইফুল হাসান বলেন, দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
ইতোমধ্যে দেশের স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন এসেছে। এখন দেশেই জটিল অপারেশন হচ্ছে। স্বাস্থ্য সেবার আরও অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন।
+ There are no comments
Add yours