বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি পণ্যের ষষ্ঠ চালান নিয়ে পানামা পতাকাবাহী ‘হোসি ক্রাউন’ নামে বাণিজ্যিক জাহাজ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এ পণ্য নিয়ে আসা জাহাজটি নোঙর করে। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সুত্র এ তথ্য জানায়। বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, হাই ফং বন্দর থেকে আসা এই মেশিনারি পণ্য রাতে খালাস শুরু হবে।
এটি বঙ্গবন্ধু রেল সেতুর ষষ্ঠ চালান। এতে ৮৫ প্যাকেজের ৭৯৩ দশমিক ১১৭ মেট্রিক টন আনুষাঙ্গিক মালামাল রয়েছে। সিরাজগঞ্জে চলমান বঙ্গবন্ধু রেল সেতুর মেশিনারি পণ্যের সবকটি চালানই মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours