সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবহৃত লিফটের নিচে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর মরদেহ পাওয়ার ঘটনায় হাসপাতালের পরিচালকসহ চারজনের নামে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। নিহত সৈয়দ আলী মন্ডল সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের বাসিন্দা। মরদেহ উদ্ধারের সময় পুলিশ জানিয়েছিল, লিফটে উঠতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে। কারণ লিফটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল।
মামলার মূল আসামিরা হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.কুদরত-ই-খোদা, টেকনিশিয়ান আব্দুল হালিম, ওয়ার্ড মাস্টার মুরাদ হোসেন ও লিফটম্যান আরিফ।
মামলার বাদী নিহতের ছেলে আব্দুল্লাহ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের সাধারণ কর্মচারী ও কিছু দালালের দৌরাত্নের কারণে আমার বাবার এমন নৃশংস মৃত্যু হয়ছে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম খবর বাংলাকে জানান, নিহতের ছেলে বাদী হয়ে হাসপাতালের পরিচালকসহ চারজনের নামে মামলা দিয়েছেন। মামলা নথিভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
+ There are no comments
Add yours