
ফেসবুক ও ইনস্টাগ্রাম কোম্পানি মার্কিন টেক জায়ান্ট ‘মেটা’কে সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া সরকার।
মঙ্গলবার রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর রুশ কর্তৃপক্ষ মেটাকে রুশোফোবিয়া বা রাশিয়াভীতি প্রচারের দায়ে অভিযুক্ত করে। মার্চের শেষের দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে চরমপন্থী কার্যকলাপ চালানোর দায়ে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়।
গত ১০ মার্চ মেটা এক ঘোষণায় জানায়, তাদের প্লাটফর্মগুলোতে ‘রাশিয়ার আক্রমণকারীদের মৃত্যু’ চাওয়ার মতো বক্তব্য-বিবৃতি প্রচারের অনুমতি দেওয়া হবে। তবে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুমকি প্রচার করা যাবে না।
তবে অনেক রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে বিকল্প উপায়ে সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ব্যবহার করছেন।
রাশিয়ায় ইনস্টাগ্রামের বিশেষ জনপ্রিয়তা রয়েছে। দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসা-বাণিজ্যের অন্যতম মূল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।
রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় মেটাকে যুক্ত করল।
+ There are no comments
Add yours