৪ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু

Estimated read time 1 min read
Ad1

দেশের চার জেলায় বজ্রপাতে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

রংপুরে পাঁচজন, সিলেটে একজন, নওগাঁয় একজন ও চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব বজ্রপাতের ঘটনা ঘটে। ঢাকা পোস্টের প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুরের পীরগঞ্জে একটি ইটভাটায় বজ্রপাতে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বত্রিশ মাইল বিটিসি এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বজ্রপাতে বদরুল আলম বদিল নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নওগাঁর মান্দায় ধানের জমি দেখতে গিয়ে বজ্রপাতে সুজাদ হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মোসা. মাসেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বৃষ্টির সময় গৃহস্থালির কাজ করতে গিয়ে বজ্রপাত হলে ওই নারীর মৃত্যু হয়। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours