নাটোরের এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালানো অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে নাটোর র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ (৪৮) উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
গত ১ অক্টোবর সকাল ১০টার দিকে ওই ছাত্রী এসএসসির ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যান। পরীক্ষা শেষে বিদ্যালয়ের মূল গেটের সামনে দাঁড়িয়ে থাকা ওই পরীক্ষার্থীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রধান শিক্ষক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ওই দিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর মা ফিরোজ আহমেদসহ দুজনকে আসামি করে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
পরে রাজশাহীর এক বাসায় আটকে রেখে ভয়-ভীতি দেখিয়ে ওই পরীক্ষার্থীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হলেও অভিযুক্ত ফিরোজ আহমেদ পালিয়ে যায়।
র্যাব গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।
+ There are no comments
Add yours