রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসায় অন্তঃসত্ত্বা এক বিউটিশিয়ান (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হোম সার্ভিসের কথা বলে তাকে ডেকে আনা হয়েছিল।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে এ ঘটনার পরে আহত অবস্থায় বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ভুক্তভোগী নারীর ভাই বলেন, পরে ওই যুবক আমার বোনকে ধানমন্ডির ২৮ নম্বরের একটি বাসায় নিয়ে যান। সেখানে ওই নারীকিছুক্ষণ বসিয়ে রেখে দরজা লক করে দেন এবং তার মোবাইল ফোনটি নিয়ে নেন। পরে তিনজন ছেলে ওই বাসায় আসেন।
ওই তিন ছেলে আমার বোনকে চেতনানাশক কিছু খাওয়াতে চান। কিন্তু বোন অস্বীকৃতি জানালে মারপিট করেন এবং পালাক্রমে ধর্ষণ করেন। মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা বলেন, তুই মরতে চাস না বাঁচতে চাস? যদি বাঁচতে চাস, তাহলে কাউকে কিছুই বলবি না। সোজা এখান থেকে বেরিয়ে চলে যাবি।
এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া খবর বাংলাকে বলেন, ধর্ষণের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছেন। ওই নারী এখন পর্যন্ত নির্দিষ্ট করে কোন জায়গায় তা বলতে পারেননি। ঘটনাস্থল শনাক্ত করার পরে মামলা নেওয়া হবে।
+ There are no comments
Add yours