বকশীগঞ্জে আওয়ামীলীগ ও ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ

Estimated read time 1 min read
Ad1

মাহবুবুর রহমান জিলানী

বকশীগঞ্জে পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার পৌর শহরের একাধিক স্থানে এ ঘটনা ঘটে। এই নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন সমর্থিত পৌর আওয়ামী লীগ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গণ র‌্যালির আয়োজন করে। অপরদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মন্ত্রীসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ সর্মথিত ছাত্রলীগ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় একটি আনন্দ মিছিল বের করে। উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে মিছিলটি পৌর শহরের পাটহাটি এলাকায় আসার পর মিছিলে কে বা কারা ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনাকে কেন্দ্র করে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে প্রথম ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মিছিলটি মধ্যবাজার হয়ে বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে দ্বিতীয় দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। তৃতীয় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মালিবাগ মোড়ে।

সংঘর্ষে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আগা সাইয়ুম ও বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম তালুকদার জুমানসহ উভয় পক্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ উপজেলা পরিষদের সামনে ও ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম
সম্রাট জানান, পুলিশি তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অতিরিক্ত সতর্কতার জন্য শহরে পুলিশ মোতায়েন রয়েছে।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours