দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করার ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, আমি চাই আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তিবান্ধব নয় প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক এবং সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে। বিতর্কচর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। একজন মানুষকে পরম সহিষ্ণু হতে শেখায়।
এর আগে তিনি ভাষা বীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব ২০২২ এর উদ্বোধন উপলক্ষে র্যালিতে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৩-১৫ অক্টোবর চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় সারা দেশের ৩২ বিশ্ববিদ্যালয় ও দেড়শ শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার বিতার্কিক ও বির্তক অনুরাগী অংশগ্রহণ করেন।
+ There are no comments
Add yours