রংপুরের গঙ্গাচড়ায উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুর ওপরে রড দিয়ে পিটিয়ে হামলা চালিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কর্মীরা।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়িরহাট সংলগ্ন মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবলুর দাবি— রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যার উদ্দেশ্যে তার ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে প্রতিপক্ষ।বর্তমানে গুরুতর আহত বাবলু রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আসাদুজ্জামান বাবলু জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাড়িতে করে রংপুর থেকে গঙ্গাচড়া যাওয়ার পথে মৌলভীবাজার এলাকায় সদর ইউনিয়নের জাতীয় পার্টির নেতা মাহফুজুর রহমান দুলুর সমর্থকরা রাস্তা অবরোধ করেন। পরে কয়েকজন গাড়ির সামনে এসে রড দিয়ে অতর্কিত হামলা চালান। এতে গাড়িচালকসহ আমি আহত হই। পরে নেতা-কর্মীরা আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করেন।
জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর শহর থেকে প্রাইভেটকারে করে গঙ্গাচড়ায় নিজ বাড়ির দিকে ফিরছিলেন আসাদুজ্জামান বাবলু। এ সময় বুড়িরহাট ঈদগাহ মাঠ এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে জাতীয় পার্টির কর্মী খোকনের সঙ্গে বাবলুর গাড়িচালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক খোকন প্রাইভেটকারটি ওভারটেক করে মৌলভীবাজারে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে যান এবং সেখানে তার লোকজন নিয়ে প্রাইভেটকারের গতিরোধ করেন। বাবলু গাড়ি থেকে নেমে আসা মাত্রই পাশের একটি দোকান থেকে রড নিয়ে এসে এলোপাতাড়ি মারধর শুরু করেন খোকন ও তার লোকজন। বাবলু হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
+ There are no comments
Add yours