নেপালের মাটিতে মেয়েদের সাফ জয়ের পরও ইতিহাস গড়া জয়ের কীর্তি শেষই হচ্ছে না। টুর্নামেন্টে কোন ম্যাচেও না হারা বাংলাদেশ এবার ফিফার র্যাংকিংয়েও ৭ ধাপ এগিয়ে গিয়েছে।
সাফের আগে ফিফা র্যাংকিংয়ে ১৪৭ নম্বরে থাকা বাংলাদেশের বর্তমান র্যাংকিং ১৪০। টুর্নামেন্টের আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের পয়েন্ট ছিল ১০১৭.১৬, অপরাজিত সাফ চ্যাম্পিয়ন হয়ে এখন সেটা বেড়ে ১০৫৪.৫৫-তে দাঁড়িয়েছে।
তবে পিছিয়েছে ভারত। ফিফার বর্তমান র্যাংকিংয়ে তাদের অবস্থান ৬১তম। বাংলাদেশ ও নেপালের বিপক্ষে হেরে তিন ধাপ পিছিয়েছে ভারত। বাংলাদেশের কাছে ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে আছে।
মেয়েদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। জার্মানিকে তিনে নামিয়ে দুইয়ে উঠে এসেছে সুইডেন।
+ There are no comments
Add yours