আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে এনপিপি

Estimated read time 1 min read
Ad1

আগামী নির্বাচনে এনপিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু। গত সংসদ নির্বাচনে ৮২টি আসনে অংশ গ্রহণ করেছে দলটি।

নির্বাচন ইভিএম বা ব্যালট যে নিয়মেই হোক এনপিপি তাতে অংশগ্রহণ করবে।

শনিবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র অঙ্গ সংগঠন ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টি’র দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মাওলানা মুহা. লোকমান সাইফীকে সভাপতি ও মুফতি ছাইফুর রহমান (ছাইদী) কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট ন্যাশনাল পিপলস্ ওলামা পার্টির কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু একটি লক্ষ্য নিয়ে এনপিপি দল সৃষ্টি করেছিলেন। তার একটি স্লোগান হচ্ছে ‌‌‘মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা।’ আমরা সেই লক্ষ্যে কাজ করছি। শেখ শওকত হোসেন নিলুর একটা দাবি ছিল- ‘সমস্ত মসজিদ ও মন্দিরের ইমাম ও পুরোহীদের রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতা দেওয়া হোক।’ আমরা এখন সেই দাবি পুনর্ব্যক্ত করছি। যাতে মসজিদের ইমামদের সম্মানী সর্বনিম্ন ১৫ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ১০ হাজার টাকা সম্মানী দেয়া হয়।

এনপিপির চেয়ারম্যান বলেন, বিদ্যুতের উৎপাদন আমাদের স্বয়ংসম্পূর্ণ কিন্তু তেলের দাম যখন বৃদ্ধি পায় তখন এক ঘণ্টা বিদ্যুৎ যেত আর এখন পাঁচ ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে। এর প্রধান কারণ বিদ্যুৎখাতে সীমাহীন দুর্নীতি। এই খাতে যে পরিমাণ দুর্নীতি ও কুইক রেন্টালে যে ভর্তুকি দেওয়া হয় তা দিয়ে আরও দুইটা পদ্মা সেতু তৈরি করা যায়। দুর্নীতি না হলে তেলের দাম ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। বরং নিম্ন আয়ের মানুষগুলোকে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া যেত।

কেবি২৪/২৯৯৭৯/রাজনীতি
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours