ময়মনসিংহের পলিটেকনিক‍্যাল মাঠে বিএনপির গনসমাবেশ

Estimated read time 1 min read
Ad1

ময়মনসিংহে জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ বন্ধ রয়েছে। শহর জোড়ে নিরাপত্তায় কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী।

সমাবেশ সফল করতে গতকাল শুক্রবার (১৪ অক্টোবর ২০২২) তারিখ রাতেই মযমনসিংহ নগরীতে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ট্রেনে, কেউ নদী পথে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশ স্থলে আসেন।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে বিএনপির গণসমাবেশ ঘিরে জনতার ঢল চরপাড়া মোড় হইতে পলিটেকনিক্যাল মাঠ পর্যন্ত। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি।

আজ শনিবার (১৫ অক্টোবর ২০২২) তারিখ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে কোনো ধরণের বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছিল। শহরে কিছু রিকশাও চলতে দেখা যায়।

মাসকান্দা পলিটেকনিক‍্যাল ইনস্টিটিউটের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ড্রেনের স্লাবের ওপর পাটি পেতে ঘুমাচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সড়কের পাশেই রাত্রিযাপন করেন। চরপাড়া থেকে মাসকান্দা পুরো এলাকা জুড়ে মেলে অভিন্ন চিত্র। বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাদের দখলে পুরো এলাকা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours