ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। একইসাথে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও ঢাবি শাখা ছাত্রলীগের স্কুল ছাত্রবিষয়ক উপ-সম্পাদক এস এম জানে আলম জনি।
গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- পপুলেশন সায়েন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের মো. নূর উদ্দিন আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ সেশনের ফজলে রাব্বি ও একই সেশনের মুন্তাসির শুভ। তারা সবাই সার্জেন্ট জহুরুল হলের আবাসিক ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী।
থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নূর উদ্দিন, ফজলে রাব্বি ও মুন্তাসির শুভসহ ৮-১০ জন মল চত্বর এলাকায় জনিকে একা পেয়ে শারীরিকভাবে হেনস্তা করে টাকা-পয়সা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কেড়ে নেয়। এ সময় তারা বলে, ‘তুই নাকি বিশ্ববিদ্যালয়ের পোস্টেড, তোরে কে নেতা বানাইছে সেটা আমি দেখতে চাই’।
হামলাকারীরা ভিকটিমের সাথে থাকা মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে। ব্যর্থ হয়ে নগদ টাকা, হলের আইডি কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড হাতিয়ে নেয়। পরে জানে আলম জনির কয়েকজন বন্ধু এসে তাকে উদ্ধার করে।
একই বক্তব্য দিয়েছেন আরেক অভিযুক্ত মুন্তাসির শুভ। এ ঘটনায় মানহানি মামলা করার কথাও জানান তিনি। জহুরুল হক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, এ ঘটনায় জহুরুল হক ছাত্রলীগ জড়িত নয়। কারো ব্যক্তিগত দায় হল ছাত্রলীগ নেবে না।
+ There are no comments
Add yours