বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মাইক্রোবাস থামিয়ে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর ইসলাম মন্ডল। এ সময় পুলিশের মালামালসহ ছিনতাইয়ে ব্যবহৃত দুটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার রায়পুর উত্তরপাড়ার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), চর-মালশাপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান (২১), পূর্ব মোহনপুর গ্রামের বাবু কশাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯), চন্ডিদাসগাঁতী গ্রামের ভারাটিয়া মৃত নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৩৪), সয়াধানগড়া মহল্লার কিসমত আলীর শেখের ছেলে আব্দুল মোতাবেল হোসেন (২৬) ও চক শিয়ালকোল গ্রামের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।
পুলিশ সুপার জানান, ডাকাত দলের লিডার তুষারের নেতৃত্বে ডাকাতি করে আসছিল তারা। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
+ There are no comments
Add yours