দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কোলাকুলির ছবি ভাইরাল

Estimated read time 1 min read
Ad1

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থীর কোলাকুলির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

কুমিল্লা জেলা পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের (বরুড়া ওয়ার্ডের) আক্তারুজ্জামান বাবু (ঘুড়ি প্রতীক) এবং জসীম উদ্দিন (হাতি প্রতীক)। তারা উভয়ই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আক্তারুজ্জামান বাবু স্থানীয় সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুলের সমর্থক এবং জসীম উদ্দিন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের সমর্থক। দল একই হলেও দলীয় কোন্দলে তাদের মধ্যে বিরোধ চলছিল আগে থেকেই।

জানা যায়, সোমবার (১৭ অক্টোবর) কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে রোববার বরুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মিটিংয়ের আয়োজন করে উপজেলা প্রশাসন। সেখানে ঐ দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিং শেষে উপজেলা হলরুমে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরস্পরকে জড়িয়ে ধরে হাসি-উল্লাসে মাতেন। এ সময় উপস্থিত কেউ একজন সেই ছবি মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন।

সোমবার কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ চলবে। সাধারণ সদস্য পদে ১২টি ওয়ার্ড থেকে ৪৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৫টি ওয়ার্ড থেকে ১৭ জন নারী সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৭ ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে সদস্য পদে এবং সংরক্ষিত ওয়ার্ডের একটিতে ভোটগ্রহণ হবে। চেয়ারম্যান পদে কোনো ভোটগ্রহণ হবে না। জেলার ১৭টি ওয়ার্ডে মোট ভোটার ২ হাজার ৬৮০ জন। এর মধ্যে ২ হাজার ৫৩ জন পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ৮ নম্বর ওয়ার্ডে (বরুড়া) সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। এখানে মোট ভোটার ২০৯ জন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours