ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগ ও পরিচয়পত্র দেওয়া এবং পুলিশি হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যাচ্ছে বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশন।
সোমবার (১৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দিতে পারে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত এ সংগঠনটি।
আগামী ২৩ অক্টোবর সারাদেশের জ্বালানি তেলের ডিপোতে ট্যাংকলরি শ্রমিকরা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করবেন। বিষয়টি দেশবাসীকে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের ১০ দফা দাবিগুলো হচ্ছেঃ
- ট্যাংকলরি শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক প্রদান করাসহ শ্রম আইন ও শ্রম বিধি অনুযায়ী শ্রমিকের যাবতীয় রেকর্ডপত্র সংরক্ষণ করা
- ট্যাংকলরি শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা
- ট্যাংকলরি শ্রমিকদের জন্য পূর্ববর্তী সিদ্ধান্ত ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা অবিলম্বে কার্যকর করা
- কেন্দ্রীয় ট্যাংকলরি টার্মিনালসহ সারাদেশে সকল তেলের ডিপোর সঙ্গে অত্যাবশ্যকীয় সুবিধাসহ ট্যাংকলরি টার্মিনাল নির্মাণ করা
- ট্যাংকলরি চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা
এছাড়াও সড়কে যত্রতত্র চলন্ত ট্যাংকলরি থামিয়ে পুলিশি হয়রানি বন্ধ করা; ট্যাংকলরি শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা করা; ট্যাংকলরি শিল্পে অপরাপর সেক্টরের শ্রমিকদের অনুপ্রবেশ ঘটানো মালিকদের অপচেষ্টা বন্ধ করা; ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামীয় সংগঠন থেকে ‘ট্যাংকলরি’ শব্দটি পরিহার করা এবং শ্রম আইন, ২০০৬ এর ১৭৯ (৫) ধারা সংশোধন করে শুধুমাত্র ‘দাহ্য পদার্থবাহী ট্যাংকলরির ক্ষেত্রে’ একই প্রতিষ্ঠানে একটির বেশি ইউনিয়ন গঠন করা যাবে না মর্মে সংশোধন করা।
+ There are no comments
Add yours