আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ও সিসি ক্যামেরা সচল রাখার সুবিধার্থে নির্বাচনী এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ সচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৬ অক্টোবর) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে— সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে বিরতিহীনভাবে চলবে।
নির্বাচনের প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ মনিটরিং করার জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে। সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুচারুরূপে তাদের ভোটপ্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে ৫৭ জেলায় সকাল-৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।
+ There are no comments
Add yours