
রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেপ্তাররা হলেন- আসমা খাতুন ও মো. তানভির আহম্মেদ। সোমবার (১৭ অক্টোবর) রাতে বিশেষ অভিযান পরিচালনা সার্কুলার রোডের চুন্নু মিয়ার চা দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্য পেয়ে কতিপয় গাঁজা কেনাবেচার জন্য কমলাপুর এলাকায় অবস্থান ব্যক্তির কাছে ডিবি পুলিশের টহল টিম উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours