
রানা মোল্লা,রামগড় (খাগড়াছড়ি)
বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মধ্যেও শারদীয় দুর্গাপুজার আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের মতো এবারও রামগড় পৌরসভার ৩ নংওয়ার্ড (গর্জনতলী) এলাকার দু:স্থ,গরীব ও অসহায় সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় দুর্গাপূজার উপহার বিতরন করেন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা বিষ্ণু কুমার দত্ত।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজ বাড়ির আঙ্গিনায় ও বিকেল বেলা সন্দ্বীপ টিলা শিব মন্দিরে নিজ এলাকার মানুষের মাঝে আসন্ন দুর্গাপূজা শারদীয় উপহার এক হাজার সনাতন ধর্মবলম্বিদের মাঝে শাড়ি ৩০০ পিস,লুঙ্গি ২০০ পিস,টি শাট ১০০ পিস, দশমি গেণ্জি ৪০০ পিস বিতরন করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন,পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছর আমি উপহার সামগ্রী বিতরণ করি।
+ There are no comments
Add yours