জমকালো আয়োজনে মহসিন কলেজে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

Estimated read time 1 min read
Ad1

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে নানাবিধ জমকালো অনুষ্ঠানমালার মাধ্যমে শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে।

১৮ অক্টোবর(মঙ্গলবার) সকাল ১০.০০টায় শিশু-কিশোর, কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে কলেজ প্রশাসন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। এরপর এক বর্ণিল আনন্দ র‌্যালি বের হয় এবং শেখ রাসেলের স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

 

দিবসকে কেন্দ্র করে ১৭ অক্টোবর, ২০২২ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১২.৩০টায় কলেজ অডিটোরিয়ামে দিবসের প্রতিপাদ্য “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছ ও শিক্ষক পরিষদ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুবীর দাশ।

এতে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক জনাব ফারজানা আক্তার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব অনুপ কুমার বড়ুয়া। সভায় বক্তারা শেখ রাসেলের ছোট্ট জীবনের শিশুতোষ সারল্য, কোমলতা, দেশপ্রেম, পশুপাখির প্রতি মমত্ববোধ, শ্রদ্ধাবোধ এবং ভবিষ্যৎ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন ও সত্যপণ সম্পর্কে আলোচনা করেন।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মুনতাসীর মোর্শেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও শেখ রাসেল উদযাপন কমিটির সম্মানিত আহবায়ক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আলোচনা শেষে শেখ রাসেল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ ১৯৭৫ এর ১৫ই আগস্টে শাহাদতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন আরবি ও ইসলামি শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ নুরুল্লাহ। সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours