নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। বৈধ গ্যাস সংযোগের দাবিতে সড়কে বিক্ষোভ করেন তারা। ফলে মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় আধাঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকতারা সিএনজি ফিলিং স্টেশনের সামনে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এলে তিতাস কর্মকর্তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে সংযোগের বৈধতা দেওয়ার দাবি জানান এলাকাবাসী। এ সময় কর্মকর্তারা গ্যাস সংযোগের বৈধতা দেওয়ার প্রশ্নে তিতাসের কিছু করণীয় নেই বলে জানালে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, পিরোজপুর ইউনিয়নের দুই গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দিতে গেলে বাধা দেয় শতাধিক নারী। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। গ্রামবাসীর আধাঘণ্টার অবরোধে সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিকেল সাড়ে ৪টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
+ There are no comments
Add yours