‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন ও ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে র্যালী, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়। একই সাথে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, মোংলা উপজেলা আ’লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, কাউন্সিলর, মোঃ আল আমিন গাজী, কাউন্সিলর, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার, মোংলা) সৌমিত্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এ.আনোয়ার-উল কুদ্দুস, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় তারা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কেক কাটা, বৃক্ষরোপণ ও ক্রিকেট খেলার উদ্বোধন করেন।
+ There are no comments
Add yours