ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের দেয়ালে দেয়ালে হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়ার মৃত্যু সংবাদের পোস্টার লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এমন একটি পোস্টার হলের বিভিন্ন স্থানে দেখা গেছে। পাশাপাশি ওই পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে।
পোস্টারে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট মকবুল হোসেন ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ … রাজিউন)। তার অকাল প্রয়াণে মাস্টারদা সূর্য সেন হল পরিবার অত্যন্ত শোকাহত। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকান্তে : মাস্টারদা সূর্য সেন হল পরিবার।’
শিক্ষার্থীদের অভিযোগ, হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া নিয়মিত হলে আসেন না। এতে ছাত্রদের নানা ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া বলেন, কে পোস্টার লাগিয়েছে, কী উদ্দেশ্যে লাগিয়েছে এটা খোঁজ নিতে হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এটা করেছে।
এর আগে ২০২১ সালে এই প্রাধ্যক্ষের ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা!
+ There are no comments
Add yours