গাইবান্ধার ভোট বন্ধে সাবেকদের সমর্থন

Estimated read time 1 min read
Ad1

অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করায় সাবেকদের কাছ থেকে সাধুবাদ পেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে সাবেক নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবদের সঙ্গে বৈঠকের পর সিইসি নিজে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গাইবান্ধায় আমরা যে অ্যাকশনটা নিয়েছি, তারা বলেছেন, এটা সঠিক হয়েছে; আইনগতভাবে ও সাংবিধানেকভাবে ঠিক হয়েছে। তারা আমাদের মুরুব্বিজন, গুরুজন হিসেবে পরামর্শ দিয়েছেন, সততার সঙ্গে, সাহসিকতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে বলেছেন।

সিইসি বলেন, আজ আমরা কোনো বক্তব্য দিইনি, আমরা তাদের কথা শুনেছি। সার্বিক বিষয়ে কথা হয়েছে। এটা সত্য, গাইবান্ধাতে যে একটা ঘটনা ঘটে গেল আমাদের প্রয়োজন ছিল আরও এনলাইটেন্ড হওয়া। তাদের তরফ থেকে কোনো গাইডেন্স আছে কি না, কীভাবে মূল্যায়ন করছেন তা জেনেছি।

গাইবান্ধায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইসির উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে- সাবেক নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) এম সাখাওয়াত হোসেনের এমন মন্তব্যের বিষয়ে সিইসি বলেন, অপেক্ষা করুন, আমরা তদন্ত কমিটি করেছি, রিপোর্টটা আসুক। তারপর আপনারা দেখবেন আমরা কোনো পদক্ষেপ নিই কি না। ওয়েট অ্যান্ড সি। কাজেই একটু অপেক্ষা করতে হবে।

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচন সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে ব্যাপক অনিয়ম দেখতে পায় নির্বাচন কমিশন। তারা ৫০টি এবং রিটার্নিং কর্মকর্তা একটি কেন্দ্র দুপুর ১২টার দিকেই বন্ধ করে দেন। পরে পুরো নির্বাচনের ভোট বন্ধ করে দেয় ইসি।

কেবি২৪/৩০২৭১
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours