রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে বহিষ্কারের সুপারিশ

Estimated read time 1 min read
Ad1

কেন্দ্রে বহিষ্কারের সুপারিশ জমা পড়ার পর স্থায়ীভাবে বহিষ্কার হচ্ছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি। একই সুপারিশ হয়েছে সহসভাপতি রাসেল আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্তর নামেও।

নেতাদের নানান অপকর্মের তদন্ত শেষে বুধবার (১৯ অক্টোবর) এই প্রতিবেদন কেন্দ্রীয় কমিটিতে জমা দেয় তদন্ত কমিটি। তদন্ত শেষে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-আইন বিষয়ক সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য আপন দাস।

সম্প্রতি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার সঙ্গে এক নারী কর্মীর কথোপকথনের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই কল রেকর্ডে রানাকে আপত্তিকর কথাবার্তা বলতে শোনা যায়।

দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের এই চার নেতা যে সকল কর্মকাণ্ডে জড়িত, ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শের সঙ্গে চরম মাত্রায় সাংঘর্ষিক বলে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয়েছে। কমিটির শঙ্কা- এই চারজনের দ্বারা রাজশাহী জেলা ছাত্রলীগ পরিচালিত হলে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হবে। ফলে তাদের স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours