আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা সম্মেলন সামনে রেখে রাজধানীতে বড় ধরণের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে ক্ষমতাসীন দল- আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন হিসেবে ডিসেম্বরে বিজয়ের পতাকা থাকবে আওয়ামী লীগের হাতেই।
একই সঙ্গে রাজপথে বিএনপিকে মোকাবেলার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষমতাসীন দলটির নেতারা। তারা বলছেন, রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বিএনপিকে।
বিএনপির বিভাগীয় সমাবেশের মধ্যেই এবার ঢাকা ও আশপাশে নিজেদের শক্তি জানান দিতে চাইছে আওয়ামী লীগ। চাইছে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করার।
আগামী ২৯ অক্টোবর আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলনের দিন রাজধানীতে ব্যাপক লোক সমাগমের পরিকল্পনা করছে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার জায়গায় এ সম্মেলনের স্থান নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। এতে বড় সমাবেশের মধ্য দিয়ে বিএনপিকে বার্তা দেয়া হবে।
এছাড়া, ২৩ অক্টোবর ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের সম্মেলনেও বড় জমায়েতের পরিকল্পনা আছে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দলটির। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে বিজয়ের পতাকা তাদের দলের হাতেই থাকবে। স্বাধীনতাবিরোধীদের রাজপথে মোকাবেলা করা হবে। আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে সরকার পতনের ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিজয়ের মাসে বিএনপিকে বিজয়ী হতে দেয়া হবে না।
তারা বলেন, অক্টোবর ও নভেম্বরে রাজধানীর আশপাশের জেলাগুলোর সম্মেলনেও বড় সমাবেশ করে শক্তি জানান দেবে আওয়ামী লীগ। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কৃষকলীগের অনুষ্ঠানে আওয়ামী লীগের জেষ্ঠ নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক পরিকল্পনা রুখতে প্রস্তুত দলের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতারা বলছেন, কোন পরিকল্পনা করেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করতে পারবে না বিএনপি। এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, আগামী ২৮ অক্টোবর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বৈঠকেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হবে। সম্মেলন আয়োজনে বিভিন্ন উপকমিটি গঠন করা হবে।
+ There are no comments
Add yours