৬ দফা দাবিতে নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশীদের মানববন্ধন

Estimated read time 1 min read
Ad1

প্রধানমন্ত্রীর বেকারবান্ধব নীতিকে প্রশ্নবিদ্ধকরণ ও বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের বিপক্ষে নীলনকশা বাস্তবায়নের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ৪০তম বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধন থেকে ছয়দফা দাবি জানান তারা

যেহেতু বিজ্ঞপ্তিতে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত নন- ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয় নাই সেহেতু বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তি তারিখওয়ারী নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের এই বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করা, বিজ্ঞপ্তির তারিখওয়ারী পদ বিভাজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে ৪০ তম বিসিএস নন-ক্যাডার এর পদ ৩৬ , ৩৭ ও ৩৮ তম বিসিএসকে প্রদান করা হয়েছে। তারিখওয়ারী পদ বিভাজনের এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা।

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন- ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের থেকে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে নন-ক্যাডার সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ২৯ মার্চ ২০২২ পর্যন্ত ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে সেই প্রক্রিয়া অনুসরণ করতে বর্তমান উদ্ভূত সমস্যার সমাধান করা।

বাংলাদেশের শিক্ষিত ও মেধাবী ছাত্রসমাজকে পিএসসি মূল বক্তব্য আড়াল করে,“যার যা প্রাপ্য তাকে তাই দেওয়া হবে” এই ভিত্তিহীন কথা বলে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং বেকার সৃষ্টির এই অপপ্রয়াস অনতিবিলম্বে বন্ধ করে বেকারবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন করা এবং বিগত একে যুগে পিএসসিস যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল সেই ধারা অব্যাহত রাখা।

কেবি২৪/৩০৩৩৯
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours