উখিয়ার রাজাপালং উপ-নির্বাচনে প্রকৌশলী হেলাল মেম্বার নির্বাচিত

Estimated read time 1 min read
Ad1

দেলোয়ার হোসাইন টিসু:

উখিয়া রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে ভোটারদের।

উপ-নির্বাচনে ৮জন সদস্য পদে প্রার্থীতা করলেও নির্বাচনী মাঠে আলোচনায় ছিল হেলাল উদ্দিন (মোরগ) ও নরুল হক (আপেল)। অপরাপর প্রার্থীদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল হক (ফুটবল), কবির আহমদ (ভ্যানগাড়ী), জাহাঙ্গীর আলম (তালা), মুজিবুর রহমান (টিউবওয়েল), রাশেদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শাহীনা আকতার (পানির পাম্প)।
ভোট গণনা শেষে হেলাল উদ্দিন মোরগ প্রতীক নিয়ে ২০৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নুরুল হক খাঁন আপেল প্রতীকে পেয়েছেন ৯০৮ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে দুই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫০জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩০৬ জন ও মহিলা ভোটার ২১৪৪। কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৭৯। পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৬১ জন ভোটার।

কেন্দ্র ভিত্তিক ফলাফল বিবরণী : পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬৬১ এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৯৪ জন। তৎমধ্যে মোরগ প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ৮৯০ ভোট। আপেল প্রতীকের প্রার্থী নুরুল হক খাঁন পেয়েছেন ৩৬৪ ভোট। ফুটবল প্রতীকের প্রার্থী সাবেক মেম্বার আবদুল হক পেয়েছেন ২৫ ভোট।
কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭৭৯ এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৩১ জন। তৎমধ্যে মোরগ প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ১২০৮ ভোট। আপেল প্রতীকের প্রার্থী নুরুল হক খাঁন পেয়েছেন ৬৪৫ ভোট। ফুটবল প্রতীকের প্রার্থী আবদুল হক পেয়েছেন ৩২৪ ভোট।

এ প্রসঙ্গে রিটার্ণিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেছেন, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু এটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। তাছাড়া ক্যাম্পের ভিতরেও কিছু বাঙ্গালী রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours