ছাত্রী হলের সিটে শিক্ষার্থী তুলতে ছাত্রলীগের হস্তক্ষেপ কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত চলা আন্দোলনে ঘটনায় জড়িতদের বিচার দাবি করে খালেদা জিয়া হলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ছাত্রীরা।
এসময় ‘হেনস্তাকারীদের ছাত্রত্ব বাতিল কর’, ‘আমার বোনকে হেনস্তা কেন, বিচার চাই’, ‘প্রশাসন কই জবাব চাই, জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। হেনস্তাকারীদের বহিষ্কার, ছাত্রলীগকে জানানো ওই ছাত্রীর সিট বাতিল এবং হলের ছাত্রীদের নিরাপত্তার দাবি জানান তারা।
ছাত্রলীগের রেফারেন্সে খালেদা জিয়া হলের ২০৪নং কক্ষে জানালার পাশের সিটে উঠতে চান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দা সাইমা রহমান। ব্লকের ২০৬-১৭ শিক্ষাবর্ষের সিনিয়র শিক্ষার্থী পপি আক্তার তাকে দরজার পাশের বেডে থাকতে বলেন।
ওই শিক্ষার্থী তার পরিচিত ছাত্রলীগের বড় ভাই শাহীন ও হাফিজকে বলেন। এরপর বিকেলে শাহীন, হফিজ, মাসুমসহ অন্যান্য কর্মীরা পপি ও তার বন্ধুকে মারধর করেন। পরে হল গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন ছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বাইরে আছি। বিষয়টি নিয়ে সহকারী প্রক্টর ও হলে প্রভোস্টরা সকালে বসবেন। আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
+ There are no comments
Add yours