বাজারে চিংড়ির ওজন বাড়াতে কৌশলে মেশানো হচ্ছিল রাসায়নিক জেলি।
ভোক্তাদের এমন অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে দুই ব্যবসায়ীকে। অভিযানে দুই ব্যবসায়ীকে চিংড়ি মাছে জেলি ব্যবহারের অপরাধে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে জয়পুরহাট জেলা শহরের মাছুয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন, মীর মো. আল কামাল তমাল, সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার। পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।
মৎস্য কর্মকর্তা দিপক কুমার হলদার খবর বাংলাকে বলেন, চিংড়ি মাছে যেসব জেলি ব্যবহার করা হয়েছে তা রাসায়নিক পদার্থ। মানবদেহের জন্য যা মারাত্বক ক্ষতিকর। মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করা হতো। প্রতিটি চিংড়ির মাথার খোলসের দিকে ১০ থেকে ২০ গ্রাম জেলি প্রবেশ করানো হতো। এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসাইন গণমাধ্যমকে বলেন, অভিযানে মাছুয়া বাজারের মাছ ব্যবসায়ী মুশফিকুর রহমানকে দুই হাজার টাকা ও মতিয়ার বিশ্বাসকে পাঁচ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এসব উপজেলা মৎস্য অফিসের পাশে নষ্ট করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
+ There are no comments
Add yours