বাংলাদেশ ভ্রমণ শুরু করেছিলেন দক্ষিণবঙ্গের টেকনাফ থেকে। উত্তরবঙ্গের তেঁতুলিয়ায় এসে শেষ করলেন ভ্রমণ। ৩৪ দিন হেঁটে বাংলাদেশ ভ্রমণ শেষ করেছেন নেপালি যুবক ‘ইহ’।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন কাজ সম্পন্ন করে নিজ দেশ নেপালে ফিরে গেছেন ইহ।
গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে যাত্রা শুরু করেন তিনি। ৩২ দিনে হেঁটে ৯০০ কিলোমিটার পাড়ি দিয়ে ১৯ অক্টোবর বিকেলে পঞ্চগড় পৌঁছান।
জানা যায়, ২৭ বছর বয়সী যুবক ইহ নেপালের রাজধানী কাঠমান্ডুর থাপাথালি এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই ভ্রমণে আগ্রহী ইহ। মাত্র ১৪ বছর বয়সে তিনি স্কুল ছাড়েন। ছাড়েন পরিবারও। শখ থেকেই হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন তিনি। ভ্রমণই নাকি তার জীবন। তিনি গত পাঁচ বছরে তিনটি দেশ নেপাল, শ্রীলঙ্কা ও ভারত প্রায় ১৩ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
ইহ জানান, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার কিলোমিটার রাস্তা হেঁটে শেষ হয়ে গেল বাংলাদেশ ভ্রমণ। এ নিয়ে চারটি দেশে মোট ১৪ হাজার কিলোমিটার পথ সম্পন্ন হলো তার। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে বিশ্বভ্রমণে বের হয়ে নানা দেশের মানুষের সংস্কৃতি জানতে কাঠমান্ডু থেকে শুরু করেছিলেন যাত্রা। এই বিশ্বভ্রমণে যেসব দেশের মানুষের সঙ্গে কথা বলেছেন, ঘুরেছেন, মিশেছেন তাদের থেকে বাঙালিদেরকে আলাদা মমতার চোখে দেখলেন। তিনি উত্তরাঞ্চলের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন।
+ There are no comments
Add yours