‘মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা’— স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এবারের উৎসবে তুরস্ক, ইরান ও ভারতের শিল্পীরা ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশের কয়েকটি সংগঠনের শিল্পীরা। প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে উৎসবের মূল আয়োজন। এ ছাড়া শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে পথ শো। উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও প্রদর্শনী হয়েছে। তিন দিনের আয়োজনে থাকছে মূকাভিনয়বিষয়ক কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা ও পোস্টার প্রদর্শনী।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) চতুর্থবারের মতো এর আয়োজন করেছে। রোববার পর্যন্ত চলবে এই উৎসব। এতে বাংলাদেশসহ কয়েকটি দেশের মূকাভিনয় দলের সদস্যরা মূকাভিনয় প্রদর্শন করবেন।
+ There are no comments
Add yours