হামলাকারীদের যথাযথ শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা। দুই দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে সময়ও বেধে দিয়েছিলেন তারা।
দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামী রোববার (২৩ অক্টোবর) থেকে ফের ৩ দিনের কর্মবিরতিতে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২২ অক্টোবর) দুপরের দিকে রামেক হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন বলেন, আমাদের বেধে দেওয়া সময়সীমা শেষ হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে রামেক হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নাকি আত্মহত্যা সেটা আমরা জানি না। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে পোস্টমর্টেমের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে কী ভেবেই নেব তারা নিজেরা হত্যা করেছে? তারা হত্যা করে ধামাচাপা দিতে এই হামলা চালিয়েছে?
ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা, রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, বিএমএ সভাপতি ও রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী প্রমুখ।
+ There are no comments
Add yours