
রানা মোল্লা,রামগড় (খাগড়াছড়ি)
আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন নিজস্ব তহবিল থেকে পৌরসভাস্থ শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান করেছেন।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় রামগড় পৌরসভা কার্যালয়ে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটি এর সাধারন সম্পাদক বাবু প্রমোদ বিহারী নাথ এর হাতে অনুদান এর চেক তুলে দেন পৌর মেয়র।
এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও রামগড় পৌরসভার প্যানেল মেয়র-১ আহসান উল্লাহ,সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪,৫,৬ নং ওয়ার্ড) ও প্যানেল মেয়র-৩ কনিকা বড়ুয়া,সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৭,৮,৯ নং ওয়ার্ড) আনোয়ারা বেগম,সংরক্ষিত মহিলা কাউন্সিল (১,২,৩ নং ওয়ার্ড) বিবি আয়শা, পূজা উদযাপন পরিষদের নেতা প্রমুখ।
অনুদান প্রদানের সময় পৌর মেয়র কাজী শাহজাহান রিপন বলেন, শারদীয় দূর্গা উৎসব হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব। এ উৎসব হিন্দু ধর্মাবলম্বিদের জন্য হলেও সকল ধর্মের মানূষ একে নিজস্ব উৎসবের মত করেই উপভোগ করে থাকেন।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে রামগড়ে আবহমান কাল থেকেই এ উৎসব উদযাপিত হয়ে আসছে। আমরা এ আয়োজনের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখার পাশাপাশি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন সংগঠনকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনে নির্দেশনা প্রদান করেছি।
+ There are no comments
Add yours