এক দিনের ব্যবধানে আবারও অচল অবস্থায় দেশের সবচেয়ে বড় ভোগ্যপণের পাইকারি বাজার খাতুনগঞ্জ।
পিকআপ চালকদের লাইসেন্স ও পরিচয়পত্র চাওয়ায় শনিবার (২২ অক্টোবর) দুপুর থেকে গাড়ি চালানো বন্ধ রাখেন মালিক ও শ্রমিকরা। এতে পণ্য পরিবহন করতে না পারায় ব্যবসায়িক ক্ষতিতে পড়ছেন ব্যবসায়ীরা।
এসব পিকআপের অধিকাংশ চালকই কিশোর এবং তাদের বেশির ভাগেরই কোনো লাইসেন্স নেই। তাই বিভিন্ন সময় এখানে নানা দুর্ঘটনা ঘটে। সবশেষ দোকানের সামনে পিকআপ পার্কিং নিয়ে এক শ্রমিক নিহতের ঘটনায় বিষয়টি আবারও সামনে আসে।
এরপর থেকে পিকআপ চালকের ভোটার আইডি এবং লাইসেন্স চাওয়া হলে শনিবার (২২ অক্টোবর) দুপুর থেকে আবারও পিকআপ চালানো বন্ধ করে দেন মালিক ও শ্রমিকরা।
প্রসঙ্গত, খাতুনগঞ্জে প্রতিদিন ২০০-র বেশি পিকআপ পণ্য পরিবহন করে থাকে।
+ There are no comments
Add yours