
হামলাকারীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে চলমান কর্মবিরতি স্থগিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নের চিকিৎসকরা। রোববার (২৩ অক্টোবর) বিকেলে এ ঘোষণা আসে।
দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে আরও তিন দিন সময়ও বেধে দেন আন্দোলনকারীরা। এর আগে সকালে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা।
গত শনিবার (২২ অক্টোবর) দুপরের দিকে রামেক হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।
ওই সময় তিনি বলেন, আমাদের বেধে দেওয়া সময়সীমা শেষ হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
দাবি পূরণ না হওয়ায় আগামী তিনদিন কর্মবিরতি ঘোষণা করছি। প্রতিদিন সকাল ১০টা থেকে রামেক হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নাকি আত্মহত্যা সেটা আমরা জানি না। আমাদের এখানে আসার আগেই তিনি মারা যান। কিন্তু এখন পর্যন্ত আমাদের পোস্টমর্টেমের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে কী ভেবেই নেবো তারা নিজেরা হত্যা করেছে? তারা হত্যা করে ধামাচাপা দিতে এই হামলা চালিয়েছে?
+ There are no comments
Add yours